ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভেঙে গেল অনুপম রায়ের দ্বিতীয় সংসারও

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
ভেঙে গেল অনুপম রায়ের দ্বিতীয় সংসারও অনুপম রায়-পিয়া চক্রবর্তী

দ্বিতীয়বার বিয়ে বিচ্ছেদের পথে হাঁটলেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে ডিভোর্সের কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করলেন তিনি।

 

টুইটারে এ সঙ্গীতশিল্পী জানান, পিয়া আর স্ত্রী হয়ে নয়, ঘনিষ্ঠ বন্ধু হয়েই তার চলার পথে সঙ্গী হবেন।  

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। এটি তার দ্বিতীয় বিয়ে। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দু’জনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। সেই প্রেম পরিণতি পাওয়ার ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়।

অনুপম জানান, মতানৈক্য ও ভাবনার পার্থক্যের কারণে আলাদা হচ্ছেন তারা। পিয়ার সঙ্গে এই সংক্ষিপ্ত পথচলা তিনি আজীবন মনে রাখবেন। তাই স্বামী-স্ত্রী হয়ে নয়, বন্ধু হয়ে তারা একে অপরের পাশে থাকবেন।  

একই সঙ্গে নিজের বন্ধু, পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম। তিনি লেখেন, আগামী দিনে পিয়াও যেন তার পাশে থাকেন। অনুরাগীদের কাছেও অনুপমের আবেদন, যাতে তারাও বিয়ে বিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখেন।  

অনুপমের এই ঘোষণার প্রায় ৩০ মিনিট পর পিয়াও ইনস্টাগ্রামে ডিভোর্স নিয়ে হুবহু একই বক্তব্য প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।