ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে মমর সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
ডিসেম্বরে মুক্তি পাচ্ছে মমর সিনেমা জাকিয়া বারী মম

সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা ‘আগামীকাল’ অবশেষে মুক্তির আলো দেখছে।  

অঞ্জন আইচ পরিচালিত ও অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত সিনেমাটি ২৪ ডিসেম্বর দেশব্যাপী প্রায় ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।  

 মম ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মামুনুন ইমন, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ ও টুটুল চৌধুরী।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ‘আগামীকাল’র ট্রেলার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। যা এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে।

২ ঘণ্টা ৮ মিনিটের এই সিনেমায় একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট ৪টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কোনাল, সুজন আরিফ, অর্পণ কর্মকার ও জানে। গানগুলোর সংগীতায়োজন করেছেন পৃথ্বীরাজ ও সুজন আরিফ। এতে আবহসঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক ইমন সাহা।

‘আগামীকাল’ চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।