ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইসিইউ থেকে কেবিনে চিত্রনায়ক নাঈম

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আইসিইউ থেকে কেবিনে চিত্রনায়ক নাঈম চিত্রনায়ক নাঈম

নব্বই দশকের বড়পর্দা কাঁপানো অভিনেতা খাজা নাইম মুরাদ তথা চিত্রনায়ক নাঈম রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬ নভেম্বর রাতে তার বাইপাস সার্জারি হয়েছে।

তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  

বিষয়টি জানান নাঈমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ। তিনি জানান, চিত্রনায়ক নাঈমকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।  

শাবনাজ বলেন, ‘নাঈম এখন ভালো আছেন। দেশবাসির কাছে দোয়া প্রত্যাশা করছি। সবার দোয়া ও ভালোবাসায় যেনো তিনি দীর্ঘজীবন পান। ’

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা।  

১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন। বর্তমানে তারা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও অসংখ্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে এখনো তুমুল জনপ্রিয় এই জুটি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।