ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনেও হাজিরা দিলেন আরিয়ান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
জন্মদিনেও হাজিরা দিলেন আরিয়ান আরিয়ান খান

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান শুক্রবার (১২ নভেম্বর) ২৪ বছরে পা রাখলেন। তবে জন্মদিনে নেই তেমন আয়োজন।

শুধু তাই নয়, বিশেষ এই দিনেও মাদক মামলায় এনসিবির অফিসে হাজিরা দিতে হয়েছে তাকে।  

মুম্বাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দিতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচাকে। সেই নির্দেশ অনুযায়ী জন্মদিনের দিনেও হাজিরা দিয়েছেন আরিয়ান।  

সাদা রেঞ্জ রোভারে করে বাড়ি থেকে বের হতে দেখা যায় আরিয়ানকে। হলুদ টি-শার্ট আর কালো জ্যাকেটে এদিন দেখা গেছে আরিয়ানকে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে চিত্রগ্রাহকরা ক্যামেরা প্রায় ঘিরে রেখেছে তাকে।

২ অক্টোবর রাতে মুম্বাইয়ের এক প্রমোদতরীতে তল্লাশি চালায় এনসিবি। আটক করা হয় আরিয়ান, আরবাজ, মুনমুনসহ ৬ জনকে। এরপর টানা ১৬ ঘণ্টার জেরার পর ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার করা হয় তাদের।  

এই মামলায় নিম্ন আদালতে বারবার খারিজ হয়ে যায় আরিয়ানের জামিন। তারপর মুম্বাই হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম প্রতি শুক্রবারের হাজিরা। এছাড়াও দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না আরিয়ান এবং এই মামলার অন্যান্য অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগ করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।