ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরমব্রতের সঙ্গে স্ত্রী’র পরকীয়ায় ভাঙলো অনুপমের সংসার!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
পরমব্রতের সঙ্গে স্ত্রী’র পরকীয়ায় ভাঙলো অনুপমের সংসার! পরমব্রত, পিয়া-অনুপম

পিয়া চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়। যদিও বিবাহবিচ্ছেদের সুনির্দিষ্ট  কারণ ব্যাখ্যা করেননি তারা।

 

টলিপাড়ায় গুঞ্জন উঠেছে, টলিউডের একজন প্রথম সারির নায়কের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন অনুপমের স্ত্রী পিয়া!

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঘূর্ণিঝড় ইয়াসের সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তন্ময় ঘোষের সংগঠন ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। এই মঞ্চেই যোগ দিয়েছিলেন অনুপম, পরমব্রত চ্যাটার্জি, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা ব্যানার্জি, ঋতব্রত মুখার্জিসহ একঝাঁক তারকা। সবাই মিলে গঠন করেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিটিজেন্স রেসপন্স’। এতে যুক্ত হয়েছিলেন পিয়া চক্রবর্তী।

চলতি বছরের ২৭ জুন ছিল অভিনেতা পরমব্রতর জন্মদিন। একটি পোস্টে পিয়া তার বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছিলেন। পরমব্রতর সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। আমরা আরও অনেক স্মৃতি তৈরি করব। ’ 

এদিকে ১৬ আগস্ট ছিল পিয়া চক্রবর্তীর জন্মদিন। সে দিন পরমব্রত ফিরিয়ে দেন সেই শুভেচ্ছা। ইনস্টাগ্রামে পিয়ার সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে পরমব্রত লেখেন, ‘শুভ জন্মদিন বন্ধু। কমরেড, ভরসার মানুষ। চলো, অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি। ঠিক যেমনটা তুমি চেয়েছিলে। ’

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, ‘ডেউচা পাচামি খনি প্রকল্পে আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে ৯ সদস্যের এক কমিটি। এ কমিটির প্রধান পরমব্রত। সম্প্রতি সেখানেও যোগ দিয়েছেন পিয়া। প্রশ্ন উঠেছে, এগুলোই কী অনুপমের সঙ্গে সংসার ভাঙার অনুঘটক?’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুপম রায় ও পিয়া চক্রবর্তী একই পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে ডিভোর্সের ঘোষণা দেন। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। এটি তার দ্বিতীয় বিয়ে।  

শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দু’জনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। সেই প্রেম পরিণতি পাওয়ার ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা দিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।