ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৪০ বছর বয়সে প্রেমিককে বিয়ে করলেন হিলটন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
৪০ বছর বয়সে প্রেমিককে বিয়ে করলেন হিলটন হিলটন ও রিয়াম

কয়েক দশক ধরে কার্টার রিয়ামের সঙ্গে পরিচয় মার্কিন অভিনেত্রী-গায়িকা প্যারিস হিলটনের। ২০১৯ সালে তারা দু’জন সম্পর্কে জড়ান।

প্রায় তিন বছর প্রেম করার পর অবশেষে প্রেমিককে বিয়ে করলেন ৪০ বছর বয়সী এই তারকা।

১১ নভেম্বর প্যারিস হিলটনের দাদা ব্যারোন হিলটনের বেল এয়ার এস্টেটে হিলটন-রিয়ামের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। রাখা হয়েছে ঝাঁকজমক আয়োজন।

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশ করে বিয়ের খবরটি নিজেই সবাইকে জানিয়েছেন প্যারিস হিলটন। প্রকাশিত ছবিতে সাদা গাউনে নজর কেড়েছেন তিনি।  

বেশ কয়েক মাস আগে এক সাক্ষাত্কারে এই অভিনেত্রী বলেন, ‘রিয়াম আমার স্বপ্নের পুরুষ, ওর সঙ্গে বিয়ের পরিকল্পনা, বাচ্চাদের নাম সব ভেবে ফেলেছি!’

বেল এয়ার এস্টেটে তিনদিন ধরে চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্যারিসের ব্রাইডস মেইট তালিকায় ছিলেন হাল্লে হ্যামন্ড, টেসা গ্রাফিনরা, এমা রবার্টস, অ্যাসলে বেনসন, বেবে রেক্সার মতো তারকারা।

এর আগে অবশ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে প্রেমিকের সঙ্গে বাগদানের খবর প্রকাশ করেছিলেন হিলটন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
জেআইএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।