ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান! সালমান খান-জুহি চাওলা

বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। ডিম্পল গার্ল হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি।

এই অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন আরেক সুপারস্টার সালমান খান!

জুহি বলিউডে তখন নতুন মুখ, অন্যদিকে সালমানও সদ্য অভিনয় শুরু করেছেন। এমন সময়ে জুহিকে পছন্দ ছিল ভাইজানের। তাকে বিয়ে করতে প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রীর বাবার কাছে। কিন্তু তিনি রাজি হননি। কী কারণে রাজি হননি সে বিষয়টি আজও অজানা।

বলিউডের আরেক সুপারস্টার আমির খানের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন জুহি। ‘আখিয়া তু’ সিনেমার শুটিংয়ে নাকি আমিরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সেট থেকে বের হয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। এরপর দীর্ঘদিন আমিরের সঙ্গে কথাও নাকি বন্ধ ছিল তার।  

১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব জিতে নেন জুহি। এরপর ১৯৮৬ সালে বলিউড সফর শুরু হয় তার। প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে আশির দশকে জুহির ‘অমর সঙ্গী’ সুপারহিট হয়। তবে ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের পর।  

এরপর কখনও আমির, কখনও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন জুহি। তবে সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি তাকে। আর তার একমাত্র কারণ, সালমান বিয়ে করতে চেয়েছিলেন এই অভিনেত্রীকে, অথচ জুহির সাড়া মেলেনি।  

বাংলাদেশ সময়: ১৯১০, নভেম্বর ১৩, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।