ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুঃখের সংকীর্ণ লেন্স দিয়ে দেখছি: অনুপম

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
দুঃখের সংকীর্ণ লেন্স দিয়ে দেখছি: অনুপম অনুপম রায়

‘এই জাহাজ মাস্তুল ছারখার/ তবু স্বপ্ন দেখছি বাঁচবার’। এক দশক আগে গানটি গেয়েছিলেন অনুপম রায়।

গানের কথার সঙ্গেই যেন মিলে যাচ্ছে এ গায়কের জীবন।  

১১ নভেম্বর পিয়া চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ভারতের পশ্চিমবঙ্গের এই সংগীতশিল্পী। অনুপম ও পিয়া সামাজিক মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দেন। এর আগে ২০১৫ সালে বিয়ে করেছিলেন তারা। এটি ছিল অনুপমের দ্বিতীয় বিয়ে।  

বিচ্ছেদর বিষয়ে পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে অনুপম বলেন, ‘যা হয়েছে, তা আমার জীবনের বড় ক্ষতি। মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যেতে পারে। কিন্তু এখন আমি দুঃখের সংকীর্ণ লেন্স দিয়ে দেখছি। আমার জীবনে যা ঘটেছে, তা দিয়ে একটা বড় জিনিসকে বিচার করা যায় না। ’

শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে অনুপম আর পিয়ার পরিচয়। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। এরপর বিয়ে, সংসার ও বিচ্ছেদের মতো কালো অধ্যায় চলে এলো। তবে পিয়ার সঙ্গে বন্ধুত্ব অটুট  থাকবে বলে জানিয়েছেন অনুপম।  

তার কথায়, ‘আমার তো অনেক ভালো দিনও গিয়েছে। আমি ভালোবেসেছি, ভালোবাসা পেয়েছি। অনেক স্মৃতি আছে, যেগুলো ভীষণ কাছের। তাহলে কি সেগুলোর কোনও দাম নেই? সেগুলোর দাম আছে। ’ 

দ্বিতীয়বার সংসার ভাঙায় অনেকটাই হতাশ হয়ে পড়েছেন এই গায়ক। তবে তার গানের মতোই কারও রাত দুপুরের আবদার আর না রাখলেও ভালোবাসার প্রতি আস্থা হারাতে চান না এই গায়ক।  

অনুপম বলেন, ‘আমার খারাপ সময় চলছে। একটা বিশ্রী জায়গায় দাঁড়িয়ে আছি। তাই বলে পুরনো সময় মিথ্যা হয়ে যায়নি। একটা দীর্ঘ সম্পর্কে থাকলে সেই মানুষের প্রভাব জীবনে থাকে। তাই আমি ভালোবাসার প্রতি আস্থা হারাতে চাই না। ’

বাংলাদেশ সময়: ১১৫৩  ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।