ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন রাজকুমার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
বাগদান সারলেন রাজকুমার হাঁটু মুড়ে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার

কয়েকদিন আগেই বলিউডের গুঞ্জন ওঠে অভিনেতা রাজকুমার রাও তার দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা বিয়ে করতে চলেছেন। জানা গিয়েছিল, নভেম্বর মাসেই বিয়ে করবেন তারা।

তবে বিয়ে নয়, বাগদান সারলেন রাজকুমার এবং পত্রলেখা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শনিবার (১৩ নভেম্বর) রাতে বাগদান সেরেছেন রাজকুমার ও পত্রলেখা। শিগগিরই তাদের বিয়ে হবে চণ্ডীগড়ে।  

নয়া চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে রাজকুমার ও পত্রলেখার বাগদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দু’জনেই সাদা পোশাক পরেছিলেন। হাঁটু মুড়ে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। পরে তারা আংটিবদল করেন।

বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। নির্মাতা ফারাহ খান ও অভিনেতা সাকিব সেলিমও সেখানে উপস্থিত ছিলেন।

এক দশকের বেশি সময় ধরে প্রেম করছেন রাজকুমার ও পত্রলেখা। এবার ভক্তরা তাদের স্বামী-স্ত্রীর রূপে দেখার জন্য অপেক্ষা করছেন। তবে কবে নাগাদ বিয়ে করবেন সে বিষয়ে মুখ খুলেননি এ যুগল।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।