ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অফিস দিয়ে ব্যবসার খোঁজে তারা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
অফিস দিয়ে ব্যবসার খোঁজে তারা! ‘অনলাইন অফলাইন’ নাটকের দৃশ্য

তিন বন্ধু মিলে একটি অফিস দিয়েছেন। কিন্তু এই অফিস যে কিসের অফিস, সেটা আসলে তারা কেউ-ই জানেন না! বেশির ভাগ সময় এখানে তারা মিটিং করে, নতুন ব্যবসার খোঁজে।

এমনই গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আ খ ম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।  

নির্মাতা জানান, গল্পের কেন্দ্রে একটা অফিস। এর মালিক তিনজন, স্টাফও তিনজন। তিনজন আবার বন্ধু। শাহেদ, রন্টু এবং ইমন। শাহেদ এই অফিসের বস। যদিও অন্য দু’জন তাকে বস বলে পাত্তা দেয় না! এমন অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

প্রতি রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা  থেকে প্রচার হবে ‘অনলাইন অফলাইন’।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।