ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজনীতিতে আসা নিয়ে যা জানালেন সোনু সুদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
রাজনীতিতে আসা নিয়ে যা জানালেন সোনু সুদ! সোনু সুদ

করোনাকালে দাতা হিসেবে সবার মন জয় করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তাই অনেক ভক্ত তাকে রাজনীতির মাঠে দেখতে চেয়ে আবদারও জানিয়েছেন!

কেউ কেউ অবশ্য বলে বসেছেন, রাজনীতির ময়দানে প্রবেশের আগে ‘মঞ্চ সাজাচ্ছেন’ এই অভিনেতা।

এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জনও।

তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন সোনু।  

কয়েক মাস পরই ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেখানে অভিনেতার বোন মালবিকা প্রার্থী হবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। রোববার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলন করে এই খবর দেন এই তারকা।  

সোনু বলেন, ‘মালবিকা সুদ পাঞ্জাবের মানুষের পাশে দাঁড়াবে। তাদের জন্য কাজ করবে। তবে কোন দলে যোগ দেবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, এই তারকা নিজেও কি রাজনীতিতে আসবেন? এমন প্রশ্ন ছিল তার দিকে। কিন্তু সরাসরি উত্তর না দিলেও সোনু জানান, রাজনীতিতে নামার সময় এখনো তার আসেনি।

তবে সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নির সঙ্গে দেখা করেছিলেন সোনু। এমন আবহে অভিনেতার রাজনীতিতে যোগের জল্পনা ক্রমে বাড়ছে।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।