ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিবাহবার্ষিকী উদযাপনে যেখানে গেলেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
বিবাহবার্ষিকী উদযাপনে যেখানে গেলেন রণবীর-দীপিকা রণবীর ও দীপিকা

বলিউডের সুখী তারকা দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর ও দীপিকা। দীর্ঘ প্রেমের পর ২০১৮ সালে তারা ঘর বাঁধেন।

তাদের সংসার জীবনের তিন বছর পূর্ণ হয়েছে। বিবাহবার্ষিকী  উপলক্ষে একেবারে একান্তে সময় কাটাতে একদিন আগেই মুম্বাই ছেড়েছেন রণবীর-দীপিকা।  

ভারতের উত্তরভাগে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে গিয়েছেন তারা। তাদের দুজনকে হাত ধরে দেরাদুন বিমানবন্দরে ঘুরে বেড়াতে দেখা গেছে। সে সময় রণবীরের পরনে ছিল চেক ট্র্যাক স্যুট আর প্যান্ট, দীপিকা পরেন কালো ড্রেস।  

তিন বছর আগে ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে ১৪ ও ১৫ নভেম্বর কনকানি ও সিন্ধি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের।  

এরপর ২১ নভেম্বর দীপিকার নিজ শহর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার প্রথম আয়োজন। যেখানে আমন্ত্রণ পান দীপিকা-রণবীরের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

এরপর রোমান্সে কেটে যাচ্ছে তাদের সময়। দিনের পর দিন প্রেম একেবারেই গাঢ় রূপ নিচ্ছে রণবীর-দীপিকার।  

পর্দায় এই তারকা জুটি হাজির হতে যাচ্ছে কবীর খান পরিচালিত ‘৮৩’ সিনেমার মাধ্যমে। এটি মুক্তি পাবে শিগগিরই।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।