ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার ছবিতে ওমর সানী মন্তব্য করায় মৌসুমীকে ডাক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পূর্ণিমার ছবিতে ওমর সানী মন্তব্য করায় মৌসুমীকে ডাক! ওমর সানী ও পূর্ণিমা

পর্দার বাইরে চিত্রনায়িকা পূর্ণিমা হানিফ দিলারা সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয়। তার পেজে রয়েছে প্রায় ১ কোটি ফলোয়ার!

নিজের পেজে নিয়মিতই নানা আপডেট দিয়ে থাকেন পূর্ণিমা।

প্রকাশ করেন নতুন নতুন ছবিও। সেই ধারাবাহিকতায় সোমবার (১৫ নভেম্বর) নতুন তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।

ক্যাপশনে পূর্ণিমা লেখেন, ‘আমি তোর ছায়া হবো কিছুটা বেহায়া হবো
চেয়ে নেবো চেনা আবদার...!’

রোমান্টিক এই ছবি ও ক্যাপশন দেখে কমেন্ট করা থেকে নিজেকে সামলাতে পারেননি চিত্রনায়ক ওমর সানী। প্রশংসা করে তিনি লিখে ফেলেন ‘ওয়াও’। মুহূর্তে মধ্যেই এই লেখার বিপরীতে সেখানে পাল্টা মন্তব্য করা শুরু করে দেন নেটিজেনরা।  

কয়েকজন নেটিজেন সেখানে ‘মৌসুমী’কে উদ্দেশ্য করে লেখেন, মৌসুমী আপা আসুন। ‘মৌসুমি আপু দেখেন ওমর সানী ভাই কী লিখেছেন। ’ যদিও পুরো বিষয়টি সবাই মজার চলেই লিখেছেন।  

পূর্ণিমার এই ছবি কয়েক ঘণ্টায় এক লাখ তেইশ হাজার রিয়্যাকশন পেয়েছে। মন্তব্য পড়েছে ১৭ হাজারেরও বেশি।  

এদিকে এর আগে শাকিব খানের পোস্টে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন ওমর সানী। শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখেন।

সেই পোস্টে ওমর সানী মন্তব্য করেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস। ’

এদিকে, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসিত পূর্ণিমা। এর আগে অবশ্য তার উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওমর সানী। ২০১৮ সালে  একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেতা মিশা সওদাগরকে ধর্ষণের দৃশ্য নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক পূর্ণিমা। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।  

অবশ্য চলতি বছর ঈদ উপলক্ষে একটি টেলিভিশনের সেলিব্রিটি শো ‘পূর্ণিমার আলো’তে অতিথি ছিলেন ওমর সানী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমী। এতে তাদের জমিয়ে আড্ডা দেওয়া দেখতে পান দর্শক।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।