ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওমরাহ পালনে গেলেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ওমরাহ পালনে গেলেন ফাহমিদা নবী

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার সঙ্গী হয়েছেন বোন অন্তরা ও বেশ কয়েকজন আত্মীয়স্বজন।

 

গত ১১ নভেম্বর মদিনায় গিয়েছেন ফাহমিদা নবী। বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই।  

সৌদি আরব থেকে ফাহমিদা নবী বলেন, এবারই প্রথম আমি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব এসেছি। এখানকার পরিবেশ এবং যা দেখছি, তা বলে বোঝানো যাবে না। মদিনায় গিয়ে দারুণ শান্তি পেয়েছি। এখন মক্কা যাওয়ার জন্য অপেক্ষায় আছি। সত্যি বলতে অনেক ভালো অনুভূতি হচ্ছে। দোয়া করবেন আল্লাহপাক যেন আমাদের কবুল করেন।

তিনি আরও জানান, ওমরাহ পালন শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এরপর শুরু করবেন নতুন গানের কাজ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।