ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন রচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
বাবা হারালেন রচনা বাবার সঙ্গে রচনা

না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (৮৪)। বাবাকে হারানো শোকে ভেঙে পড়েছেন এই তারকা।

দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে নানা রোগে ভুগছিলেন রচনার বাবা। কলকাতার গোলপার্কের এক বহুতল বাড়িতে থাকতেন তিনি।  

রোববার (১৪ নভেম্বর) রাত থেকেই শরীর খারাপ হতে শুরু করে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এরপর সোমবার (১৫ নভেম্বর) বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওইদিনই শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার।  

‘দিদি নাম্বার ১’খ্যাত এই তারকা প্রায় বলতেন, বাবা তার কাছে বন্ধুর মতো। স্বভাবতই বন্ধুসম বাবাকে হারিয়ে শোকস্তব্ধ এই নায়িকা। বাবার জীবন দর্শনেই উদ্বুদ্ধ রচনা।  

‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের ভূমিকায় থেকে ভারতীয় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখে হয়ে ওঠেছেন রচনা। হাসিখুশি স্বভাবের জন্য সবার প্রিয় দিদি তিনি। অনুষ্ঠানটির মঞ্চে সবার দুঃখ ভাগ করে নেন এই তারকা, শক্তি আর সাহস যোগান জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। কিন্তু বাবাকে হারিয়ে কিছুটা হলেও ধমকে গেল তার জীবনের গতি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বরে ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।