ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থের কথা বলতে গিয়ে কাঁদলেন শেহনাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
সিদ্ধার্থের কথা বলতে গিয়ে কাঁদলেন শেহনাজ

অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর আড়াই মাস পার হয়েছে। তাকে হারানোর ব্যথা কিছুতেই যেন ভুলতে পারছেন না প্রেমিকা শেহনাজ গিল।

 

১৫ অক্টোবর শেহনাজ গিল অভিনীত সিনেমা ‘হসলা রাখ’ মুক্তি পেয়েছে। পাঞ্জাবের বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি।

এই সিনেমার প্রচারণার জন্য শেহনাজ সম্প্রতি হাজির হয়েছেন ক্যামেরার সামনে। আর তখন সিদ্ধার্থ শুক্লার প্রসঙ্গ আসতেই কেঁদে বুক ভাসিয়েছেন তিনি।  

সেই সময়কার ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, কথা বলতে বলতে ভেঙে পড়েন শেহনাজ। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ কেঁদে ফেললেন, তার কারণ পরিষ্কার নয়। যদিও নেটিজেনরা মনে করছেন, সিদ্ধার্থের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

‘হসলা রাখ’ সিনেমায় শেহনাজের বিপরীতে রয়েছেন দিলজিৎ দোসঞ্জ।  

ভারতীয় হিন্দি সিনেমা ও টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে ২ সেপ্টেম্বর মারা যান। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরের বিজয়ী ছিলেন তিনি। একই প্রতিযোগিতায় ছিলেন শেহনাজও।

অক্টোবরে মাসে মুক্তি পেয়েছে শেহনাজের মিউজিক ভিডিও ‘তু ইয়াহা হ্যায়’। এই গানটি শেহনাজ উৎসর্গ করেছেন সিদ্ধার্থকে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।