ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্মম বাস্তবতায় থমকে যায় মুশফিক-নবনীর সম্পর্ক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
নির্মম বাস্তবতায় থমকে যায় মুশফিক-নবনীর সম্পর্ক! শিবলী নওমান ও সারিকা সাবরীন

নবনী আর মুশফিকের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল। কিন্তু নির্মম বাস্তবতায় থমকে যায় এই সম্পর্ক।

 

তবে হঠাৎ দীর্ঘদিন যোগাযোগহীনতার পর হাউজিং কোম্পানির সেলস এক্সিকিউটিভ মুশফিকের সঙ্গে দেখা হয় নবনীর। ততদিনে নবনীর সঙ্গে শিপনের বিয়ে প্রায় ঠিক! এরপর কী ঘটবে তা দেখা যাবে নতুন টেলিফিল্ম ‘রেডি ফ্ল্যাট’-এ।  

এতে সারিকা সাবরীন ও শিবলী নওমান জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। রণক ইকরামের রচনা ও মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, হাফিজুর রহমান সুরুজ, শেলী আহসান, অদিতি, এসএম আশরাফুল আলম, হোসাইন আরমান ও জিয়ান।  

নবনীর চরিত্রে সারিকা, মুশফিক চরিত্রে শিবলী নওমান এবং শিপনের চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ।

এ প্রসঙ্গে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘রোমান্টিক গল্প হলেও গল্পটিতে একটু অন্যরকম ছোঁয়া আছে। দর্শক গল্পে এই সময়টাকে খুঁজে পাবেন। ’ 

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন আরমান হোসেন ও সম্পাদনা করেছেন সৈকত খন্দকার। ‘রেডি ফ্ল্যাট’ শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।