ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৭ দিন গোসল না করে কৌশানির সঙ্গে রোমান্স করবেন শান্ত

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
৭ দিন গোসল না করে কৌশানির সঙ্গে রোমান্স করবেন শান্ত শান্ত খান-কৌশানি মুখোপাধ্যায়

শুটিংয়ের প্রয়োজনের অভিনেতা-অভিনেত্রীদের অনেক কষ্ট করতে হয়। হয়তো সেই কষ্ট ফুঁটে ওঠে না পর্দায়।

তরুণ চিত্রনায়ক শান্ত খান বর্তমানে ‘প্রিয়া রে’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর প্রথম লটের শুটিংয়ের জন্য ১৩ দিন গোসল করেননি তিনি। এবার আবারও সাত দিন গোসল না করেই শুটিং করতে হবে তাকে।

শুক্রবার (১৯ নভেম্বর) থেকে চাঁদপুরে সিনেমাটির শেষ লটের শুট শুরু হয়েছে। এ সিনেমাটিতে শান্তর নায়িকা কলকাতার কৌশানি মুখোপাধ্যায়।  

সিনেমাটির পরিচালক পূজন মজুমদার জানিয়েছেন, গেল অক্টোবরে সিনেমাটির প্রথম লটে মারামারি আর সংগ্রামের দৃশ্যগুলোর শুটিং করেছেন। এ লটে কৌশানির সঙ্গে শান্তর রোমান্সের অংশের শুটিং হবে।  

জানা যায়, আসছে ৩০ নভেম্বরের মধ্যে ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং শেষ হবে। চাঁদপুরের পর সিনেমাটির গানের শুটিং হবে রাঙামাটির  সাজেকের বিভিন্ন মনোরম লোকেশনে।

সিনেমাটিতে শান্তকে দেখা যাবে নূরু নামের রাখালের চরিত্রে। আর কৌশানি অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।