ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হওয়ার প্রসঙ্গে যা বললেন নেহা কাক্কার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
মা হওয়ার প্রসঙ্গে যা বললেন নেহা কাক্কার নেহা কাক্কার

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার ও রোহন প্রীত সিং ২০২০ সালে বিয়ে করেন। ইতোমধ্যে তাদের সংসার জীবনের এক বছর সম্পন্ন হয়েছে।

প্রথম বিবাহবার্ষিকীও বেশ রাজকীয়ভাবে উদযাপন করেছেন এই তারকা জুটি। এবার মা হওয়ার বিষয়ে মুখ খুললেন নেহা কাক্কার।

বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই গুঞ্জন ওঠে, অন্তঃসত্ত্বা হয়েছেন নেহা। সেই সময় বিষয়টি নিয়ে বলিউডে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। পরে অবশ্য জানা যায়, একটি গানের প্রচারের জন্যই ‘মা’ হওয়ার মতো খবর ছড়ানো হয়েছিল।

সম্প্রতি ‘লাইফ অব কাক্কারস’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে পরিবারের সদস্যরা থাকবেন। আর এর প্রথম পর্বে একজন প্রশ্ন করেন, ‘নেহা কি মা হতে যাচ্ছেন?’ এরপর সেই প্রশ্নের উত্তরে এই গায়িকা জানান, মূলত একটি গানের প্রচারণার জন্য মা হওয়ার খবর ছড়িয়েছিল।  

নেহা আরও জানিয়েছেন, আপাতত অভিভাবক হওয়ার কোনো ইচ্ছা নেই তার বা স্বামী রোহনের। এমনকি আগামী দু’তিন বছরের মধ্যে সন্তান নেওয়ার কথা ভাবছেন না তারা। এখন নিজেদের সময় দিতে চান এই তারকা জুটি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।