ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিশোকে দেখতে কুমিল্লায় জনতার ঢল

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
নিশোকে দেখতে কুমিল্লায় জনতার ঢল

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে দেখতে মানুষে ঢল নেমেছিল কুমিল্লায়। যার একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

শুক্রবার (১৯ নভেম্বর) কুমিল্লা যান নিশো। এ খবর পেয়েই প্রিয় অভিনেতাকে দেখতে ছুটে আসেন স্থানীয়রা। সেখান থেকেই ধারণ করা হয় ভিডিওটি।   

ভিডিওতে দেখা যায়, মাইক্রোফোন হাতে নিয়ে নিশো জানতে চাচ্ছেন, ‘সবাই কেমন আছেন?’ উপস্থিত সকলে বলে উঠেন, ‘ভালো। ’ 

এরপর নিশো বলেন, ‘কুমিল্লায় এটাই আমার প্রথম আসা। আপনারা আমার মন জয় করে নিয়েছেন। আমি খুব সম্মানিত বোধ করছি। ’ এ কথা শেষ হওয়ার পর স্লোগান ওঠে ‘নিশো ভাই, নিশো ভাই, নিশো ভাই। ’

দর্শক সারিতে থেকে নিশোর কাছে গানের অনুরোধ আসলে নিশো বলেন, ‘কি বুক চিনচিন করে?’ সবাই বলেন, ‘হ্যাঁ। এরপর ‘বুক চিন চিন করছে হায়’ গানটির কয়েক লাইন গেয়ে শোনান এ অভিনেতা।  

নিশোর এ কুমিল্লা সফর কোনও নাটক বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য নয়। জানা গেছে, একটা জেন্টস পার্লার উদ্বোধন করতেই কুমিল্লা সফরে গিয়েছিলেন এ অভিনেতা। তার সঙ্গে সেখানে গিয়েছিলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনএটি

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Afran Nisho (@afraannisho)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।