ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৃতীয় দফা হাজিরা দিলেন শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
তৃতীয় দফা হাজিরা দিলেন শাহরুখপুত্র আরিয়ান খান

মাদক মামলায় জেল থেকে ফেরার পর তৃতীয় দফায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে হাজিরা দিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সাপ্তাহিক হাজিরার অংশ হিসেবে শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে এনসিবি কার্যালয়ে যান তিনি।

 

আরিয়ানের জন্মদিন ছিল ১২ নভেম্বর। জন্মদিনের বিশেষ দিনেও এনসিবির কার্যালয়ে হাজির হতে হয়েছিল আরিয়ানকে। ওই দিন মাঝরাত পর্যন্ত এনসিবির বিশেষ তদন্তকারী দলের জেরার মুখে ছিলেন আরিয়ান।

এক সপ্তাহ পর আবারও এনসিবির কার্যালয়ে হাজিরা দিলেন আরিয়ান। ইতোমধ্যেই এনসিবি কার্যালয়ে হাজিরা দেওয়ার ভিডিও ও ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।

২ অক্টোবর আটকের পর ২৮ অক্টোবর বেশ কিছু শর্ত আরোপ করে মুম্বাই হাইকোর্ট আরিয়ানকে জামিন দেয়। এর মধ্যে অন্যতম শর্ত এনসিবি কার্যালয়ে প্রত্যেক শুক্রবার হাজিরা দিতে হবে তাকে।

জামিনের শর্তে আরও বলা হয়, ভারত ছেড়ে বিদেশে যেতে পারবেন না আরিয়ান। পাশাপাশি এনডিপিএসের আদালতে পাসপোর্ট জমা দিতে হবে। এমনকি মুম্বাইয়ের বাইরে যেতে হলে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুমতি নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।