ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিবাহবার্ষিকীতে স্বামীর জন্য সানা খানের দোয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বিবাহবার্ষিকীতে স্বামীর জন্য সানা খানের দোয়া স্বামীর সঙ্গে সানা খান

অভিনয়কে বিদায় দিয়ে ইসলামের পথ বেছে নিয়েছেন বলিউড তারকা সানা খান। মুফতি আনাস সাইদকে বিয়ে করে সুখেই কাটছে তার জীবন।

সংসার জীবনের প্রথম বছর পূর্ণ করেছেন এই দম্পতি। পা দিয়েছেন দ্বিতীয় বছরে। শনিবার (২০ নভেম্বর) বিবাহবার্ষিকীর দিন স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে তার জন্য দোয়া করেছেন সানা।  

ছবির ক্যাপশনে সানা লেখেন, আমি দ্বীন ও আখিরাত থেকে শুরু করে এর মধ্যবর্তী সবকিছু নিয়ে আপনার জন্য দোয়া করি। যেমন আমি আমার জন্য দোয়া করি, তেমনই আপনার জন্যও দোয়া করছি। কারণ আমি নিজের জন্য যা চাই, আপনার জন্যও তাই চাই।

অভিনেত্রী আরও লেখেন, আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান এবং পাপ নয়, আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা।  

এছাড়া দু’জন মিলে হজে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই সাবেক অভিনেত্রী।

১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত বছর অক্টোবরে সকলকে চমকে দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন সানা খান। এরপর ইসলামের পথে মনোনিবেশ করেন তিনি।  

২০ নভেম্বর গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। বিয়ের দুদিন পর স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এই তারকা।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।