ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফ্যাশন শোতে তারকাদের মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
ফ্যাশন শোতে তারকাদের মেলা অপু বিশ্বাস ও ফেরদৌস

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের লাইভ পারফর্মেন্স এবং অপু বিশ্বাস, ফেরদৌস ও দিঘীর র‌্যাম্প শোতে মাতলেন দর্শক।  

রোববার (২১ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একঝাঁক তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইপশিতা অ্যান্ড নাজাকাতস ফ্যাশন আইকনিক শো।

এতে তারকাদের লাইভ পারফর্ম করতে দেখা যায়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।  

অনুষ্ঠানটিতে অংশ নেন সালমান মুক্তাদির, শেখ সাদি, ফারিয়া নেওয়াজসহ আরও অনেকে।

র‌্যাম্প শো, লাইভ পারফর্মেন্স পর বিভিন্ন বিভাগে বিশেষ ভূমিকা রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।  

আয়োজনটি প্রসঙ্গে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট ফারজানা রহমান ইপশিতা বলেন, আমি আমার ছাত্র-ছাত্রীদের কাজগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য এই আয়োজনটি করার চেষ্টা করেছি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।