ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাঙনের পথে প্রিয়াঙ্কা-নিকের সংসার! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ভাঙনের পথে প্রিয়াঙ্কা-নিকের সংসার!  প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

বলিউডে আরেকটি বিয়ে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার নাকি ঘর ভাঙছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের!

বিয়ের পর থেকে স্বামীর নামের পদবী ‘জোনাস’ নিজের নামের পাশে ব্যবহার করে আসছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

কিন্তু হুট করেই ইনস্ট্রাগ্রাম থেকে সেই পদবী সরিয়ে দিয়ে শুধু প্রিয়াঙ্কা চোপড়া ব্যবহার করছেন তিনি। আর এতেই তাদের সংসার ভাঙনের জল্পনা তুঙ্গে!

প্রিয়াঙ্কা নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরিয়ে দিতেই চিন্তায় ভক্তরা। তবে কি তিন বছরের মধ্যেই ঘর ভাঙছে ‘সুখী দম্পতি’ নিক-প্রিয়াঙ্কার? এখন এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই।

চারদিকে সোরগোল পড়ে গেলেও বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা-নিক দু’জনই এখনো মুখ বন্ধ রেখেছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা একদম বাজে কথা, এইসব গুজব ছড়াবেন না’।

কিন্তু নামের পাশ থেকে প্রিয়াঙ্কা কেন স্বামীর পদবী সরিয়ে দিলেন, তা নিয়ে কিছুই বলেননি তিনি।  

এদিকে, সম্প্রতি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনির ডিভোর্স হয়েছে। তাদের বিচ্ছেদের ঘোষণা আসার আগেই সামাজিক মাধ্যম থেকে স্বামীর পদবী মুছে ফেলেন এই অভিনেত্রী। এরপরই তাদের সংসার ভাঙার গুঞ্জন ওঠে! পরে বিষয়টি সত্যি বলে জানা যায়।  

তবে প্রিয়াঙ্কাও একই পথে হাঁটছেন কিনা তা এখনো ধোঁয়াশাই রয়ে গেছে।

এদিকে এখনো নিক-প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন। পাশাপাশি পরস্পরের ছবিতে লাইক এবং ভালোবাসামাখা কমেন্টের ট্রেন্ডও বজায় রেখেছেন।  

২০১৮ সালের ২ ও ৩ ডিসেম্বর হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল এই তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। কয়েকদিন পরই তারা উদযাপন করবেন নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।