ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিষ্টি প্রেমের গল্পের সিনেমায় মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
মিষ্টি প্রেমের গল্পের সিনেমায় মিম বিদ্যা সিনহা মিম

নতুন জীবন শুরুর প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদানের খবর দিয়ে সবাই চমকে দেন তিনি।

এরপর মিমের আরও একটি সুখবর এলো। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে তিনি। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘পথে হলো দেখা’ নামের সিনেমাটিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিম। এর গল্প ও চিত্রনাট্য জাকারিয়া শৌখিনের।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জুয়েল জানান, মিমকে চুক্তিবদ্ধ করালেও সিনেমাটিতে নায়ক কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসেই নায়ক চূড়ান্ত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, ‘পথে হলো দেখা’য় মিমের চরিত্রের নাম প্রার্থনা। যে বিত্তশালী একটি পরিবারের সন্তান।  

মিম জানান, সিনেমাটিতে একটি মিষ্টি প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। আর তার চরিত্রটিও দারুণ।  

প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘পথে হলো দেখা’ সিনেমার শুটিং শুরু হবে।  

বর্তমানে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদকে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।