ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্রিকেটারের বউ হবেন জাহ্নবী!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ক্রিকেটারের বউ হবেন জাহ্নবী! জাহ্নবী কাপুর

বলিউডের নারী সুপারস্টার শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা। বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। যেখানে একজন ক্রিকেটারের বউয়ের চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।  

সিনেমাটিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করবেন রাজকুমার রাও। এর আগে তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘রুহি’ সিনেমায়। এতে অভিনয় করে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিলেন রাজকুমা-জাহ্নবী।  

নতুন সিনেমার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। যেখানে ক্রিকেটের বাইশ গজে জমে উঠবে রাজকুমা-জাহ্নবীর অনস্ক্রিন প্রেম। প্রযোজক-নির্মাতা করণ জোহরের তত্ত্বাবধানে সিনেমাটি নির্মাণ করবেন শরণ শর্মা। এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ নির্মাণ করেছিলেন তিনি।

জানা যায়, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। দু’জনেই ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন। সেই সূত্রেই সিনেমাটিতে ক্রিকেটারের বউয়ের চরিত্রেও দেখা যাবে জাহ্নবীকে।  

২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার শুটিং হবে। রাজকুমা-জাহ্নবী ছাড়া অনান্য অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে এখনও জানা যায়নি। তবে জানা গেছে, আগামী বছরের ৭ অক্টোবর সিনেমাটি মুক্তির প্রাথমিক দিন ধার্য করা হয়েছে।

এদিকে জাহ্নবী বর্তমানে করণ জোহরের ‘দোস্তানা’র সিক্যুয়েল অর্থাৎ ‘দোস্তানা ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, ‘বাধাই হো’ সিনেমার সিক্যুয়েল ‘বাধাই দো’তে অভিনয় করছেন রাজকুমার।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।