ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুবাই-শারজাহ ও সৌদির মঞ্চে গাইবেন মমতাজ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
দুবাই-শারজাহ ও সৌদির মঞ্চে গাইবেন মমতাজ মমতাজ

জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ দেশে ও দেশের বাইরে অনেক মঞ্চে গান গেয়েছেন। এবার গান শোনাতে মক্কা-মদিনার দেশ সৌদি আরব যাচ্ছেন ‘ফোক সম্রাজ্ঞী’।

 

আগামী ২৪ ডিসেম্বর সৌরি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে গান গাইবেন মমতাজ। ইতোমধ্যে এ আয়োজনের সব কিছু চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর ঢাকা ছাড়বেন মমতাজ। তার সঙ্গে যাবেন তার গানে নিয়মিত বাজানো যন্ত্রশিল্পীরাও।

এ বিষয়ে মমতাজ বলেন, ‘২০০৯ সালে হজ্ব করার জন্য মাকে নিয়ে প্রথম সৌদি আরব গিয়েছিলাম। এবার যাচ্ছি গান করতে। কয়েক বছর ধরে সৌদি গানের শো হচ্ছে। বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী সেখানে গিয়ে গান করেছেন। এবার আমি যাচ্ছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে। ’

মমতাজ আরও জানান, সৌদি আরবের আগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। ১৬ ডিসেম্বর দুবাইতে একটি অনুষ্ঠানে গাইবেন। এরপর ১৮ ডিসেম্বর মাতাবেন শারজাহ।  

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই দুটি আয়োজন হচ্ছে বলেও জানান এই শিল্পী-সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।