ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেজেগুজে ফেসবুকে পাত্র খুঁজছেন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
সেজেগুজে ফেসবুকে পাত্র খুঁজছেন শ্রীলেখা! শ্রীলেখা মিত্র

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আট বছর আগে ভেঙেছে তার সংসার।

এরপর থেকে সিঙ্গেল রয়েছেন এ অভিনেত্রী। এবার ফেসবুকে পাত্র খোঁজার মিশনে নেমেছেন তিনি।  

সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে প্রায় সময় সাদা-মাটা মেকআপ বিহীন ছবি শেয়ার করেন শ্রীলেখা। কিন্তু পাত্র খুঁজতে সেজেগুজে হাজির হয়েছেন তিনি।

শ্রীলেখার পোস্ট করা নতুন ছবিতে দেখা যাচ্ছে- গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল আর রয়েছে খোলা চুল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন করেছেন ‘মেয়ে পছন্দ?’

ফেসবুকে এমন পোস্টের পরই শ্রীলেখার বিয়ের গুঞ্জন শুরু হয়। দর্শকমহলে প্রশ্ন উঠেছে আবারও সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এ অভিনেত্রী? সত্যি কী বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি?

এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

তিনি আরও বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন কোনও কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে কেউ দত্তকও নিতে পারেন। ’

শ্রীলেখা ব্যক্তিগত জীবনে ২০০৩ সালের শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন। তাদের ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিচ্ছেদ হয়। এরপর থেকে একাই রয়েছেন এ অভিনেত্রী। তবে শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে ঐশী নামের কন্যা সন্তান রয়েছে। মেয়ে শ্রীলেখার কাছেই রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।