ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দর-কষাকষির পর ৪ কোটিতে রাজি নয়নতারা! 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
দর-কষাকষির পর ৪ কোটিতে রাজি নয়নতারা!  নয়নতারা

কলকাতার অভিনেতা চিরঞ্জীবীকে নিয়ে ‘গডফাদার’ নামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা মোহন রাজা। শুরু থেকেই এ সিনেমায় ভারতের দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারার অভিনয়ের কথা শোনা যাচ্ছিল।

এরপর সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও আসে।  

কিন্তু সব গুঞ্জনের অবসান হলো এবার। ‘গডফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন নয়নতারা।  

এ বিষয়ে জানা যায়, ‘গডফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য চার কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন নয়নতারা। এরপর অনেক দর-কষাকষির পর রাজি হন ‘গডফাদার’ সিনেমার প্রযোজক।  

‘গডফাদার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এতে আরও অভিনয় করবেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফসহ অনেকে।

বর্তমান সময়ে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা নয়নতারা। বেশ কিছু নারী কেন্দ্রীক চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এ সিনেমারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।