ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কিশোর পলাশের নতুন গান মনের ব্যাপারে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
কিশোর পলাশের নতুন গান মনের ব্যাপারে কিশোর পলাশ

প্রথমবারের মতো আধুনিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ। তিনি প্রকাশ করছেন ‘মনের ব্যাপার’ শিরোনামের একটি রোমান্টিক গানচিত্র।

 

শরীফ আল-দ্বীনের কথায় গানটির সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজন মুসফিক লিটুর।

‘মনের ব্যাপার’ প্রসঙ্গে কণ্ঠশিল্পী কিশোর পলাশ বলেন, এতোদিন ফোক গান করে এলেও এবারই প্রথম আধুনিক গান করেছি। নিজের গণ্ডি পেরিয়ে অন্য ধারায় গান করলাম। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমিও চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে গাইতে। গানটি সবার মধ্যে ভিন্ন এক অনুভূতি জাগাবে বলে আমার বিশ্বাস।

রাজ বিশ্বাস শংকরের নির্দেশনায় ‘মনের ব্যাপার’র ভিডিওর চিত্রায়ন হয়েছে বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে। গানচিত্রটিতে মডেল হয়েছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও অলঙ্কার চৌধুরী।  

দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ‘মনের ব্যাপার’ প্রকাশ পাবে। একই সঙ্গে আরও বেশকিছু ডিজিটাল মাধ্যমেও শোনা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।