ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া

সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গেও নাচবেন তিনি।

 

আসছে ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানে উপভোগ করা যাবে ফারিয়ার নাচ।  

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শারজার স্টেডিয়ামের নাম শুনেছি, এবার সেখানে পারফর্ম করবো ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। আশাকরি দারুণ একটা সময় কাটবে। ’

নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি।

বর্তমানে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শেষ লটের শুটিং চলছে ঢাকায়। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং যোগ দিবেন ফারিয়া।

এর আগে ৭ নভেম্বর প্রকাশ হয়েছে নুসরাত ফারিয়ার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের গানচিত্রে ফারিয়া দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।