ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতা প্রভাস!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতা প্রভাস! প্রভাস

বর্তমান সময়ে ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন তেলেগু সুপারস্টার প্রভাস। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয়ের পর থেকে কদর বেড়েছে এ অভিনেতার।

শোনা যাচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা।  

বলিউডের প্রভাবশালী এক সংবাদমাধ্যমের খবর, ‘আদিপুরুষ’ ও ‘স্পিরিট’ সিনেমার জন্য এমন উচ্চ পারিশ্রমিক দাবি করেছেন প্রভাস। ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক ধারণা করা হচ্ছে এটাকে।

গেল কয়েক বছরে বলিউডে সালমান খান, অক্ষয় কুমার, দক্ষিণী তারকা থালাপতি বিজয়, মেগাস্টার রজনীকান্ত ৯০ থেকে ১০০ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন। যদিও এসব তারকারা পারিশ্রমিকের বাইরে সিনেমার লভ্যাংশও নিয়ে থাকে।

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। ওম রৌত পরিচালিত এ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। বলিউড অভিনেতা সাইফ আলি খানকে দেখা যাবে রাবণ চরিত্রে আর সীতা চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।