ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আরিয়া টু’র ট্রেলারে জ্বলে উঠলেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
‘আরিয়া টু’র ট্রেলারে জ্বলে উঠলেন সুস্মিতা সেন সুস্মিতা সেন

২০২০ সালের জুনে ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ওটিটি প্ল্যাটফর্মের অভিষেকেই দারুণ সাড়া ফেলে দেন তিনি।

এবার এই সিরিজটির সিক্যুয়েল নিয়ে হাজির হতে যাচ্ছেন এই সাবেক বিশ্ব সুন্দরী। ১০ ডিসেম্বর ডিজনি+হটস্টারে মুক্তি পাচ্ছে ‘আরিয়া টু’।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এর ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রথম সিজনে সুস্মিতাকে সন্তানদের বাঁচাতে মরিয়া সংগ্রামী এক কর্মজীবী নারী রূপে ধরা দিয়েছেন। নতুন সিজনের ট্রেলারে বন্দুক হাতে জ্বলে ওঠতে দেখা গেছে তাকে।  

টানটান উত্তেজনায় ভরপুর ট্রেলারটি প্রকাশ পাওয়ার পর পরই দর্শকদের আগ্রহ বেড়ে গেছে। ড্রাগ র‌্যাকেটের প্রেক্ষাপটে সিরিজটি তৈরি হয়েছে।

প্রথম সিজনে সুস্মিতার সঙ্গে কাজ করেছিলেন চন্দ্রচুর সিং, সিকান্দার খের, বিকাশ কুমার, জয়ন্ত কৃপালানির মতো অভিনেতারা। পরিচালনা করেছেন রাম মাধবনী। দ্বিতীয় সিজনে রয়েছেন শতাফ ফিগারের মতো অভিনেতারাও।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’ ছিল সুস্মিতা সেন অভিনীত সর্বশেষ হিন্দি সিনেমা। এরপর অবশ্য ২০১৫ সালে বাংলা সিনেমা ‘নির্বাক’ বড় পর্দায় তাকে দেখা গিয়েছিল। এরপর লম্বা বিরতি ভেঙে গত জুনে ফিরলেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।