ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ট্রেলারে ‘লাল মোরগের ঝুঁটি’র এক ঝলক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ট্রেলারে ‘লাল মোরগের ঝুঁটি’র এক ঝলক ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার একটি দৃশ্য

নির্মাতা নূরুল আলম আতিকের দ্বিতীয় সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ হলো সিনেমাটির ট্রেলার।

২ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যর এই ট্রেলারটি নির্মাণ করেছেন, রাশিদ শরীফ শোয়েব। এর আগে মুক্তি পেয়েছে সরকারি অনুদানের সিনেমাটির অ্যানিমেশন টিজার।  

রাশিদ শরীফ শোয়েব বলেন,‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা সিনেমাটি নিয়ে হাজির হচ্ছি। এটা একটা আনন্দের বিষয়। আমি ব্যক্তিগতভাবে সিনেমার ট্রেলারে সবকিছু বলে দেওয়ার পক্ষে না। তাই ট্রেলারটা সেইভাবে বানানো। ’

গত ৭ নভেম্বর সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। আসছে ১০ ডিসেম্বরসিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি পর্বে আছেন নির্মাতা ও এর কলাকুশলীরা। চলছে প্রচার প্রচারণার কাজও।  

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত সিনেমাটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এর বাইরে সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে।

‘লাল মোরগের ঝুঁটি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।