ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তি পেলো নতুন সিনেমা ‘নোনা জলের কাব্য’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
মুক্তি পেলো নতুন সিনেমা ‘নোনা জলের কাব্য’ ‘নোনা জলের কাব্য’ সিনেমার দৃশ্য ও পোস্টার

জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নোনা জলের কাব্য’। শুক্রবার (২৬ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন এ সিনেমাটি।

 

পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনোভা তামান্না, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। সিনেমাটির আবহসংগীত পরিচালনা করেছেন অর্ণব।  

‘নোনা জলের কাব্য’ দর্শকরা উপভোগ করতে পারবেন স্টার সিনেপ্লেক্স (পান্থপথ বসুন্ধরা সিটি, মহাখালী এসকেএস টাওয়ার, ধানমণ্ডি সীমান্ত সম্ভার, মিরপুর সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (ফিউচার পার্ক), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিন (চট্টগ্রাম)-এ। এছাড়া চট্টগ্রামের সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবন প্রেক্ষাগৃহেও সিনেমাটি প্রদর্শিত হবে।

এর আগে লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘নোনাজলের কাব্য’। পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কপ ২৬-এ প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।