ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খান পরিবারে বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
খান পরিবারে বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষী! সোনাক্ষী সিনহা

আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের পাশাপাশি অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সালমান খানের ভাই সোহেলের শ্যালক বান্টি সচদেবারের সঙ্গে নাকি সাতপাকে বাঁধা পড়বেন এ অভিনেত্রী।

 

জানা গেছে, বান্টি পিআর (জনসংযোগ) সংস্থা কর্নারস্টোনের মালিক। সোনাক্ষীর পরিবারের জামাই হিসেবে বান্টিকে দারুণ পছন্দ। খুব শিগগিরই চার হাত এক করতে চান তারা।  

সোনাক্ষী এক সাক্ষাৎকারে বান্টি সম্পর্কে বলেছিলেন, ‘বান্টি স্বনির্মিত মানুষ। আর এখন অবিবাহিত জীবন উপভোগ করতে চায় ও। ’ 

এই বলিউড নায়িকা একবার গভীর প্রেমে পড়েছিলেন। কিন্তু সে সম্পর্কও টেকেনি। পরে বিভিন্ন সময় তার সঙ্গে অর্জুন কাপুর, শহীদ কাপুর, জাহির ইকবাল, আদিত্য শ্রফের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। যদিও কারও সঙ্গে ঘর বাঁধা হয়নি সোনাক্ষীর।  

সোনাক্ষীকে সর্বশেষ ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় দেখা গেছে। এতে আরও অভিনয় করেন সঞ্জয় দত্ত, অজয় দেবগন প্রমুখ। কিছুদিন আগে প্রকাশ হয়েছে সোনাক্ষী অভিনীত ‘মিল মাহিয়া’ গানের ভিডিও। এতে কণ্ঠ দিয়েছেন রাশি সুদ। শিগগিরই সিনেমায় কাজ শুরু করবেন এ অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।