ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বস্তিকার স্বামী হলেন মীর!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
স্বস্তিকার স্বামী হলেন মীর! মীর আফসার আলী-স্বস্তিকা মুখার্জি

আবারও স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মীর আফসার আলী আর স্বস্তিকা মুখার্জিকে। বাস্তব জীবনে তারা একে-অপরের ঘনিষ্ঠ বন্ধু।

একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। আবারও পর্দায় জুটি হতে চলেছেন এই দুই তারকা।  

পরিচালক অভিজিৎ দাসের সিনেমায় স্বামী ও স্ত্রীর চরিত্রে দেখা মিলবে মীর আর স্বস্তিকাকে। সিনেমার নাম ‘বিজয়ার পরে’।

মীর আর স্বস্তিকা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও দীপঙ্কর দে।  

সিনেমাটি নিয়ে মীর বলেন, প্রায় চার বছর পর স্বস্তিকার সঙ্গে আবার কাজ করছি। শেষ সিনেমা করেছিলাম ‘মাইকেল’। মমতা শংকরের সঙ্গে আমার কোনও দিন কাজ করা হয়নি। ‘বিজয়ার পরে’ সেই সুযোগ করে দিল।

ভক্তদের মাঝে স্বস্তিকা ও মীরের জুটি বেশ জনপ্রিয়। তাদের বন্ধুত্ব নিয়েও কম চর্চা হয়নি দর্শক মহলে। পূজা হোক কিংবা জন্মদিন, বাড়ির কোনও পার্টি একসঙ্গে দেখা যায় তাদের।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।