ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাজলের পরিবারে করোনার হানা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
কাজলের পরিবারে করোনার হানা

এবার করোনা ভাইরাস হানা দিলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের পরিবারে। করোনায় আক্রান্ত হয়েছেন এ অভিনেত্রীর বোন তানিশা মুখোপাধ্যায়।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তানিশা নিজেই।  

তানিশা লেখেন, সবাইকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছি।

মা ও বোনের সঙ্গে কাজল

আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এ অভিনেত্রী। করোনা পরিস্থিতি কিছুটা সামলে উঠতেই কিছুদিন আগে কাজে যোগ দিয়েছিলেন তানিশা। মাস খানেক আগেই ডিম্বাণু সংরক্ষণের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। বিষয়টি নিয়ে বেশ চর্চাও হয়েছিল বলিউডে।

২০০৩ সালে বলিউডের সিনেমায় অভিনয়ে নাম লেখান তানিশা। নীল অ্যান নিকি, সরকার, ট্যাঙ্গো চার্লি এবং ওয়ান টু থ্রি-র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিগ বসের ৭ নম্বর সিজেনে অংশ নিয়েছিলেন তিনি। খতরো কে খিলাড়ি ৭ -এও অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।