ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান বিয়ে না করার কারণ জানালেন বোনের স্বামী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
সালমান বিয়ে না করার কারণ জানালেন বোনের স্বামী আয়ুষ শর্মা-সালমান খান

বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বলা হয় সালমান খানকে। জীবনের যৌবন পেরিয়ে ৫৫ বছরে পা রাখলেও এখনও বিয়ে করেননি তিনি।

ক্যারিয়ারের শুরু থেকে বিয়ে নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলিউড ভাইজানকে।  

কেন বিয়ে করেননি সালমান? এবার সেই কারণ জানালেন তার বোনের স্বামী অভিনেতা আয়ুষ শর্মা। তার মতে, সালমানের বিয়ে করার সময়ই নেই!

এক সাক্ষাৎকারে আয়ুষ জানিয়েছেন, সালমানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিয়ের বিষয়ে কোনো কথা তোলেন না তিনি। উনি যেমন আছেন দারুণ খুশি রয়েছেন। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারবেন বলেই মনে করে আয়ুষ।  

তিনি আরও বলেন, সালমান খুবই সাধারণ জীবনযাত্রায় বিশ্বাস করেন। একেবারে ঠিক সেভাবেই জীবনযাপন করেন তিনি। আমি নিজেও তার মতো এত সাধারণভাবে থাকার কথা ভাবতে পারি না।  

শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পেয়েছে সালমান ও আয়ুশ অভিনীত সিনেমা ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’। মুক্তির দুই দিনে বক্স অফিসে সিনেমাটি সংগ্রহ করেছে ১০ কোটি রুপি। মহেশ মাঞ্জরেকার পরিচালিত সিনেমাটি মারাঠি ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার রিমেক।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।