ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টাকার বিনিময়ে বলিউডে সুযোগ পান রণবীর?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
টাকার বিনিময়ে বলিউডে সুযোগ পান রণবীর? রণবীর সিং

বলিউডের নামজাদা প্রযোজনা প্রতিষ্ঠার যশরাজ ফিল্মস। টাকার বিনিময়ে নাকি এই প্রযোজনা প্রতিষ্ঠানটি বলিউডে কাজের সুযোগ করে দিয়েছিল রণবীর সিংকে।

সম্প্রতি এমন দাবি করেছেন অভিনেতা এবং সিনেমা সমালোচক কমল আর খান।

‘বান্টি অউর বাবলি-২’ সিনেমার সমালোচনা করতে গিয়ে হুট করে রণবীরের প্রসঙ্গ টেনে আনেন তিনি। তার দাবি, আদিত্য চোপড়া রণবীরকে বলিউডে নিয়ে আসেননি। অভিনেতার বাবার কাছ থেকে ২০ কোটি টাকার বিনিময়ে তাকে নিজেদের সিনেমায় সুযোগ দিয়েছিল যশরাজ ফিল্মস।

‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বলিউডে নাম লেখান রণবীর। সিনেমাটিতে বিট্টু শর্মার চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসাও পেয়েছিলেন রণবীর। কিন্তু কমলের মতে, নিজের প্রতিভা নয়, অর্থের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন পর্দার ‘খিলজি’।

এবারই প্রথম নয়, অতীতেও বলিউডের একাধিক তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কমল। এমনকি সালমান খানের প্রসঙ্গে বলতেও বাদ রাখেননি। এর পরেই তার বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন সালমান।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।