ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখ খান আমার ভাই: সালমান খান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
শাহরুখ খান আমার ভাই: সালমান খান শাহরুখ খান ও সালমান খান

একজন বাদশা আরেক জন ভাইজান। বলছি বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের কথা।

তাদের বন্ধুত্বের কথা সবার জানা।  

সবশেষ শাহরুখপুত্র আরিয়ান মাদকাকাণ্ডে আটক হওয়ার পর সেই রাতেই শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেন সালমান। শুধু তাই নয়, পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন ভাইজান।

দীর্ঘদিন ধরেই পেশাগত সম্পর্কের বাইরে বন্ধুত্বও সমানতালে ধরে রেখেছেন সালমান-শাহরুখ। তারা দু’জন একে-অপরকে ভাই বলেও সম্বোধন করেন। সম্প্রতি আবারও প্রকাশ্যে শাহরুখের প্রশংসা করলেন সালমান।  

সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান। সেখানে এ সুপারস্টার বলেন, ‘আমার কাছে ভাই একজনই, তিনি শাহরুখ খান’।

কপিল শর্মার শোতে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রচারে গিয়ে এক ভক্তের সঙ্গে কথা বলছিলেন সালমান। ওই ব্যক্তি সালমানকে জানান, তিনি একজন ছোটখাটো অভিনেতা। তাকে থামিয়ে দিয়ে ভাইজান বলেন, ‘কোনো কাজই ছোট হয় না। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই আপনার?’ 

এর পরিপ্রেক্ষিতে ওই অনুরাগী জানান, ‘তিনি তো একজনেরই অন্ধ ভক্ত। তিনি সালমান ভাই। গোটা দেশে আমাদের কাছে একজনই ভাই। আর তাকেই ভাই বলে চিনি। বাকি কারও খোঁজ তিনি রাখেন না। ’

ভক্তের এমন কথা শুনে পাল্টা উত্তর দেন সালমান। সেই ভক্তকে প্রশ্ন করেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে আপনি কী বলবেন?’ এরপরই ওই ব্যক্তির উত্তর, ‘ভাই-ই বলব। ’ যা শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সবসময় মনে রেখো। ’

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।