ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বাগদান সারলেন লিন্ডসে লোহান লিন্ডসে লোহান

বাগদান সারলেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। রোববার (২৮ নভেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

জানা যায়, লিন্ডসের হবু বরের নাম বাদের শাম্মাস। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে শাম্মাসের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন লিন্ডসে। ছবিতে অভিনেত্রীর হাতে আংটিও দেখা গেছে।

ইনস্টাগ্রাম পোস্টে এ অভিনেত্রী লেখেন, ‘আমার ভালোবাসা। আমার জীবন। আমার পরিবার। আমার ভবিষ্যৎ। ’

লিন্ডসের হবু বর বাদের শাম্মাসের বিষয়ে আরও জানা যায়, তিনি পেশায় একজন অর্থ ব্যবস্থাপক। দুবাই নির্ভর একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি করছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে এই জুটিকে সর্বপ্রথম একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছিল।  

বাংলাদেশ সময়: ১৫০৯ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।