ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড় পর্দায় ফিরছেন রাইসুল ইসলাম আসাদ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বড় পর্দায় ফিরছেন রাইসুল ইসলাম আসাদ রাইসুল ইসলাম আসাদ

গুণী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ এখন আর অভিনয়ে নিয়মিত নন। অনেকটা অবসর জীবনযাপন করছেন তিনি।

খুব কম নাটক কিংবা সিনেমায় কাজ করতে দেখা যায় তাকে। দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা।

আলোচিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করতে দেখা যাব রাইসুল ইসলাম আসাদকে। সিনেমাটি আগামী ৩ ডিসেম্বর এটি মুক্তি পাবে।  

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘অনেক আগেই সিনেমাটির শুটিং করেছিলাম। এতে আমার চরিত্রের দৈর্ঘ্য কম। তবে সিনেমাটির গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো হয়েছে। এখানে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তাই দর্শকের ভালো লাগবে সিনেমাটি। ’ 

জানা গেছে, ‘মিশন এক্সট্রিম’ শুধু বাংলাদেশের প্রেক্ষাগৃহেই নয়, একযোগে সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে মুক্তি পাবে। পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ। আরও রয়েছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্তসহ অনেকে।

দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতেও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। এছাড়া শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে অভিনয় করছেন তিনি।  

রাইসুল ইসলাম আসাদ সবশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন ২০১৬ সালে। রুমান রুনি পরিচালিত ‘ফাইভ স্টার মেস’ নামের নাটকটি ৯ নভেম্বর থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে। যেখানে এ অভিনেতা একজন দায়িত্বশীল বাবার চরিত্রে অভিনয় করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।