ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ফ্যামিলি ক্রাইসিস’র জন্য গাইলেন ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
‘ফ্যামিলি ক্রাইসিস’র জন্য গাইলেন ন্যানসি কণ্ঠশিল্পী ন্যানসি

বিয়ের পর আবারো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নিয়মিত হয়েছেন গানে।

 

সোমবার (২৯ নভেম্বর) রাতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজনের জন্য কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। ‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।  

এ প্রসঙ্গে ন্যানসি বলনে, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে। ’


(বাঁ থেকে) জনি , ন্যানসি ও রাজ

পরিচালক রাজ বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নিয়ে দর্শকদের সাড়ায় আমি অভিভূত। সেই উৎসাহে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আগের সিজনে কোনও টাইটেল সং ছিল না। তবে এবারের গল্পের প্লট অনুযায়ী একটি গান প্রয়োজন। সুর রচনার পরপরই মনে হয়েছে, এতে ন্যানসির কণ্ঠই জুতসই লাগবে। নতুন গানটি দারুণ গেয়েছেন তিনি। ’

এই নির্মাতা আরও জানান, ঢাকার উত্তরায় আগামী ৯ ডিসেম্বর থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’ ধারাবাহিকের চিত্রায়ন শুরু হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে নাটকটি। এছাড়া ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে থাকবে প্রতিটি পর্ব। ন্যানসির গাওয়া গানটি প্রকাশ পাবে শিগগিরই।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জেআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।