ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দিদি নাম্বার ওয়ান’-এ ফিরলেন রচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
‘দিদি নাম্বার ওয়ান’-এ ফিরলেন রচনা রচনা বন্দ্যোপাধ্যায়

বাবার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ও উপস্থাপিকা রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে সাময়িক বিরতিতে গিয়েছিলেন তিনি।

তার জায়গায় জনপ্রিয় অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে নেন সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাস।

তবে ফের সেটে ফিরেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ নভেম্বর) থেকে আবারও দর্শক তাকে দেখতে পাবেন এই অনুষ্ঠানে!

সেটে ফিরেই লাইভ করে রচনা জানিয়ে দিয়েছিলেন, ‘দ্য শো মাস্ট গো অন’।  

গত ১৫ নভেম্বর রচনার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মারা যান। বন্ধুসম বাবাকে হারিয়ে শোকস্তব্ধ এই নায়িকা। বাবার চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে হয়তো আরও কিছুটা সময় লাগবে তার। কিন্তু এর মধ্যেও বাবার সমস্ত পারলৌকিক কাজ সামলে ফিরেছেন রচনা।

এই গেম শো-র সঙ্গে ১১ বছর ধরে যুক্ত রয়েছেন রচনা। দর্শকদের মন জয় করে আসছেন নিয়মিত। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে এখন আর আগের মতো বড় পর্দায় দেখা যায় না তাকে। ছোটপর্দায় কাজ করার পাশাপাশি কাপড়ের ব্যবসা করছেন এই তারকা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।