ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড অভিনেতা অমিত সাধ করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
বলিউড অভিনেতা অমিত সাধ করোনা আক্রান্ত অমিত সাধ

করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে আবারও বিশ্বব্যাপী তৈরি হয়েছে উদ্বেগ। এর প্রভাব পড়েছে বলিউডেও।

ভাইরাসটিতে এবার আক্রান্ত হয়েছেন অভিনেতা অমিত সাধ।

সম্প্রতি করোনা বাসা বেঁধেছে এই তারকার শরীরে। মঙ্গলবার (৩০ নভেম্বর) আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।  

‘কাই পো চে’খ্যাত অভিনেতা অমিত সাধ ইনস্টাগ্রামে লেখেন, ‘সমস্ত রকম নিয়ম কানুন মানা সত্ত্বেও আমি কোভিড-১৯ আক্রান্ত হয়েছি। যদিও আমার উপসর্গ খুব অল্প। সব নিয়ম মেনে চলছি। আমি কোয়ারেন্টিনে আছি। আরও শক্তিশালী হয়ে কামব্যাক করবো বলে আসা করছি। ’ 

কাজের ক্ষেত্রে, অভিনেতাকে সম্প্রতি অভিষেক বচ্চন অভিনীত ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোস’-এ দেখা গিয়েছিল। এই সাইকোলজিক্যাল থ্রিলারের তৃতীয় সিজন আসছে বলেও জানিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। অমিত সাধ খ্যাতি লাভ করেন ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। সঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত ও রাজকুমার রাও।

নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত বর্তমানে ঘরেই কাটছে তার সময়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।