ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রাজনীতিতে তোমার মতো স্ট্রং মেয়ে দরকার’

আন্তর্জাতিক ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
‘রাজনীতিতে তোমার মতো স্ট্রং মেয়ে দরকার’ স্বরা ভাস্কর

‘রাজনীতিতে যোগ দাও, তোমার মতো স্ট্রং মেয়ে দরকার এখানে’, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের উদ্দেশে এ কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে এক আলোচনা সভায় স্বরা ভাস্করকে রাজনীতিতে আসার আহ্বান জানান মমতা।

 

এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে মুম্বাই যান মমতা। বুধবার নির্ধারিত সূচি মেনেই মুম্বাইয়ের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন তিনি।  

ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাভেদ আখতার, মহেশ ভাট, সুধীর কুলকর্নি, স্বরা ভাস্কর, কুবরা সৈত, রিচা চড্ডার মতো বলিউড ব্যক্তিত্বরা। তারা মূলত গেরুয়া শিবিরবিরোধী হিসাবেই পরিচিত। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এদিন ওপেন ফোরামেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন তারা।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মমতার সঙ্গে স্বরা ভাস্করকে পরিচয় করিয়ে দেন মুনাওয়ার ফারুকি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে স্বরা ভাস্কর দাবি করেন, সাংস্কৃতিক জগতের মানুষজনকে বর্তমানে কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। বাক-স্বাধীনতা আজ বিপন্ন নরেন্দ্র মোদী সরকারের আমলে।  

স্বরা বলেন, ‘দিদি আপনার স্পিরিটকে আমি কুর্নিশ জানাই, আপনাকে সম্মান জানাই। ’ এরপর বাংলায় স্বরা বলেন, ‘খেলা হয়ে গেছে। দিদি দেখিয়ে দিয়েছে। ’

মহেশ ভাটের কথা টেনে অভিনেত্রী যোগ করেন, ‘আপনি দেখিয়েছেন যার ছাতি যত ইঞ্চি চওড়া হোক না কেন, কেউ অপরাজেয় নয়। ’ স্বরা জানান, সেই সভাকক্ষে উপস্থিত প্রত্যেকে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে নিজেদের মতো করে।  

এ সময় স্বরা ভাস্করের উদ্দেশে মমতা বলেন, ‘তুমি রাজনীতিতে যোগ দাও, তোমার মতো স্ট্রং মেয়েদের দরকার এখানে। ’ এই কথা শোনামাত্রই করতালিতে ভরে ওঠে সভাঘর।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।