ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’, সংসার ভাঙছে তথাগত ও দেবলীনার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’, সংসার ভাঙছে তথাগত ও দেবলীনার! তথাগত ও দেবলীনা

৮ বছর ধরে একই ছাদের নিচে দিন কাটাচ্ছিলেন ভারতীয় বাংলা টেলিভিশনের তারকা তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত। কিন্তু তাদের সংসার নাকি আর স্থায়ী হচ্ছে না, ভেঙে যাচ্ছে!

শোনা যাচ্ছে, সম্পর্কের তিক্ততা থেকে বেশ কিছুদিন ধরে তারা নাকি আলাদা থাকছেন।

এর পিছনে রয়েছেন তৃতীয় ব্যক্তি! তিনি হচ্ছেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। বর্তমানে তথাগত-বিবৃতি ‘লিভ ইন’ সম্পর্কে রয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। এমনটিই জানিয়েছে আজতাক বাংলা।

এদিকে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেবলীনা বলেন, ‘এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই। ’

একই সুর অভিনেতা-পরিচালক তথাগতেরও। তিনি বলেন, ‘একটি বিয়ের সঙ্গে অনেকগুলি সম্পর্ক জড়িয়ে থাকে। কিছু বলার থাকলে ভবিষ্যতে অবশ্যই বলব। ’  

‘পরকীয়া’ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে তা সবার আগে জানবেন দেবলীনা। ’

দুই তারকাই জানিয়েছেন, তারা নিজেদের বাবা-মা এবং সারমেয় নিয়ে ব্যস্ত এখন। তাই এসব নিয়ে ভাবছেন না তারা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।