ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিনেমায় বাবা নিয়ে ঐশীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
সিনেমায় বাবা নিয়ে ঐশীর গান ঐশী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। ‘মৃধা বনাম মৃধা’ নামের সিনেমাটির পরিচালক রনি ভৌমিক।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ।

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ‘ওরে আমার বাপ’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। মূর্তজা খান লোদীর কথায় গানটির সুর করেছেন রাগীব স্বাগত এবং সঙ্গীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। গানটিতে ঐশীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্বাগত।  

এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘প্লে-ব্যাক করতে আমি সবসময়ই বেশি উপভোগ করি। যে কয়েকটা প্লে-ব্যাক করেছি, তার প্রায় সবগুলোই ভালোবাসা পেয়েছে। সিনেমার গানগুলো অনেকটা বেছে করার চেষ্টা করি, সে ধারাবাহিকতায় এবার ‘মৃধা বনাম মৃধা’য় গাইলাম। ’

এই শিল্পী আরও জানান, গানটি মূলত বাবাকে নিয়ে আনন্দের গান। সিনেমার একটি বড় অংশ জুড়ে থাকবে এটি। সিনেমার পুরো গল্পটাকেই টেনে নেবে এই গান!

পরিচালক রনি ভৌমিকের কথায়, ‘এই গানটার মধ্যেই সিনেমার গল্পটার অনেকাংশ জুড়ে আছে। তাই আমি চেয়েছিলাম গানটা যেন পারফেক্ট হয়। ঐশী যেভাবে গানটাকে গেয়েছেন, সত্যি দুর্দান্ত। ’

টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি এর যৌথ প্রযোজনায় নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ গল্প লেখা এবং চিত্রগ্রহণে ছিলেন রায়হান খান। সিয়াম-নোভা ছাড়া এতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।

জানা যায়, বেশ কিছুদিন আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে এটি। সিনেমাটি চলতি মুক্তির দেওয়ার ইচ্ছে আছেন বলে জানিয়েছেন নির্মাতা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।