ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন ঘোষণা; ‘ব্ল্যাক টাইগার’ হচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
নতুন ঘোষণা; ‘ব্ল্যাক টাইগার’ হচ্ছেন সালমান সালমান খান

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মুক্তির পর বলিউড বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি।

এর মধ্যেই নতুন সিনেমার ঘোষণা করলেন বলিউড ভাইজান।  

ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটির সত্যতা স্বীকার করেছেন সালমান খান নিজেই। জানিয়েছেন, ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের বায়োপিকে তাকে দেখা যাবে। তিনিই ‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত ওই গুপ্তচরকে এবার ফুটিয়ে তুলবেন সিনেমা।  

সালমানের স্বপ্নের প্রোজেক্ট হতে যাচ্ছে ‘ব্ল্যাক টাইগার’। তবে সিনেমাটির কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। লেখা হচ্ছে এর চিত্রনাট্য। এ কারণেই সিনেমাটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।  

গেল ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। মহেশ মঞ্জরেকর পরিচালিত সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সালমান।  

সামনে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও দেখা যাবে সালমানকে। তবে অতিথি চরিত্রে। পাশাপাশি আসছে সালমানের নতুন সিনেমা ‘টাইগার ৩’। এতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।